বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ - ০৯:১১
কেন ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) সঙ্গে সহযোগিতা স্থগিত করল?

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) সঙ্গে সহযোগিতা স্থগিত করা ইরানের জন্য একটি যৌক্তিক ও প্রয়োজনীয় পদক্ষেপ—যা জাতীয় স্বার্থ, পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-এর আওতায় দেশের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাওজা নিউজ এজেন্সি:  তাসনিম বার্তা সংস্থার আন্তর্জাতিক বিভাগের বরাতে জানিয়েছে, ২০২৫ সালের ২৫ জুন (১৪০৪ সালের ৪ তির) ইরানের সংসদ এক আইন পাস করে, যার মাধ্যমে সরকারকে IAEA-এর সঙ্গে নির্দিষ্ট মাত্রার সহযোগিতা স্থগিত করতে বাধ্য করা হয়। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর আইনটি কার্যকর হয়েছে, যা দেশের পরমাণু নীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে।

এই সিদ্ধান্ত রাজনৈতিক, নিরাপত্তা এবং আইনি নানা উদ্বেগের প্রতিক্রিয়া—বিশেষ করে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি-র কার্যকলাপ, যা ইরানের দৃষ্টিতে পক্ষপাতদুষ্ট ও অবিশ্বস্ত বলে মনে করা হচ্ছে।

এই পদক্ষেপের পেছনে রয়েছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা হুমকি, আন্তর্জাতিক চাপ, এবং বারবার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা। সংসদ মনে করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা—যেগুলো IAEA-র তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে—আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। একই সঙ্গে এগুলো প্রমাণ করে যে সংস্থাটি এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

আন্তর্জাতিক আইনের পরিষ্কার নির্দেশনা থাকা সত্ত্বেও, এই ধরনের স্থাপনায় হামলা বরদাশতযোগ্য নয়। ফলে, ইরান মনে করছে, সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিত করা আত্মরক্ষার যৌক্তিক ও ন্যায্য পদক্ষেপ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha